শিরোনাম
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হাবিপ্রবি : ক্লাসে ফিরল শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে এ আশ্বাস দেওয়া হয়। ফলে চার মাস ধরে আন্দোলনরত শিক্ষার্থীরাও গতকাল ক্লাসে ফিরেছে। বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহকারী অধ্যাপক রাজিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৭ জন সহকারী অধ্যাপক ইনক্রিমেন্টের দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। আন্দোলনরত এ শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। শিক্ষার্থীরা শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় ফেরাতে বিভিন্ন প্রচেষ্টা চালায়। সে প্রচেষ্টাও ব্যর্থ হলে তারা ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে আন্দোলন শুরু করে। এতে অস্থিতিশীল হয়ে ওঠে ক্যাম্পাস।

সর্বশেষ খবর