মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনন্য দৃষ্টান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশ কনস্টেবল মুসা মিয়া। মহেশপুর ব্র্যাক অফিসের সামনের রাস্তায় পাওয়া ব্যাগভর্তি ৯৭ হাজার টাকা মালিককে ফেরত দিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হলে সব মহলে তিনি প্রশংসিত হন মুসা। জানা যায়, রবিবার বেলা ১১টায় পুলিশ কনস্টেবল মুসা মিয়া একটি ব্যাগ কুড়িয়ে পান। খুলে দেখেন তাতে নগদ টাকা, ব্যাংক চেক ও জমির দলিল রয়েছে। তিনি ব্যাগটি থানায় জমা দেন। ভিতরে পাওয়া ঠিকানা অনুযায়ী মালিক মহেশপুর উপজেলার কুল্লা গ্রামের ব্যবসায়ী আশরাফুল হককে খবর দেওয়া হয়। থানায় এসে ব্যাংক ও টাকার বর্ণনা দিলে ব্যাগটি তাকে ফেরত দেওয়া হয়। আশরাফুল জানান, রবিবার সকালে জমি কেনার জন্য টাকা, চেক ও দলিল নিয়ে মোটরসাইকেলে তিনি মহেশপুর ব্যাংকে যাচ্ছিলেন। পথে ব্যাগটি পড়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর