বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাস-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া নাটোর ও ঝিনাইদহে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। মঙ্গলবার রাত ও গতকাল এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের খবরÑলালমনিরহাট : সদর উপজেলার আইরখামার নামক স্থানে মঙ্গলবার রাত ১০টার দিকে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। গতকাল স্বজনরা মরদেহগুলো শনাক্ত করেছেন। নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জমশের আলী বেপারির ছেলে মাহাবুবার রহমান (২৭), খামার এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার নায়েম আলীর ছেলে আক্কেল আলী (৪৫), সদর উপজেলার মোকসেদ আলীর স্ত্রী শাবানা বেগম (৪০) ও নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। নাটোর : বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আবদুল বারি নামে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। নিহত আবদুল বারি বড়াইগ্রামের আগ্রান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। ঝিনাইদহ : ট্রাকচাপায় ইয়াছিন হোসেন (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার খড়িখালী এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর