শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একজনের মাথা ফাটানোর মামলায় আসামি ৯৪!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামে এক ব্যক্তির মাথা ফাটানোর ঘটনায় ৯৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ইউনিয়ন যুবলীগ নেতা শেখ শাহনূর গত শনিবার সদর মডেল থানায় মামলাটি করেন। অভিযোগ উঠেছে, পুলিশ প্রাথমিক যাচাই না করেই মামলাটি এফআইআর করেছে। স্থানীয়রা জানান, রাজঘর গ্রামের আওয়ামী লীগ কর্মী আমিনুল হাসান বিপ্লবের দোকানের ভাড়াটিয়া ইয়াছিনের কাছে চাঁদা দাবি করেন যুবলীগ নেতা শেখ শাহনূর। ইয়াছিন বিষয়টি বিপ্লবকে জানান। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিপ্লব রাজঘর গ্রামের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সামনে চায়ের দোকানে শাহনূরকে ডেকে পাঠান। সেখানে চাঁদা দাবি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে বিপ্লব পানির গ্লাস দিয়ে শাহনূরের মাথায় আঘাত করে। এ ঘটনার পর ১৬ ফেব্রুয়ারি বিপ্লবসহ রাজঘর গ্রামের ৪৯ জনের নাম উল্লেখ করে ৯৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন শাহনূর। আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘শাহনূরকে আমি মেরেছি। যাদের আসামি করা হয়েছে তারা ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত না’। নাটাই (উত্তর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ জানান, পুলিশ যাচাই-বাছাই না করেই মামলাটি এফআইআর করেছে। সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, বাদী যে এজাহার দিয়েছেন সেভাবেই মামলা হয়েছে। কেউ কি মার্ডার করে বলে- আমি আসামি? বাকিটা তদন্ত করে বলা যাবে।

সর্বশেষ খবর