শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে পর্যটকের ঢল

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পর্যটকের ঢল

রাঙামাটি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো গতকাল ছিল লোকে লোকারণ্য। ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পালওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও কাপ্তাই-আসামবস্তী সড়কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল পর্যটকে ভরপুর। শহরের সবকটি আবসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউসে লেগে আছে মানুষের ভিড়। কোথাও রুম খালি নেই। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ২১ ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটি ঘিরে টানা তিনদিন অর্ধ লাখেরও বেশি পর্যটক অবস্থান করছে রাঙামাটিতে। রাঙামাটি কমপ্লেক্সের পর্যটন মোটেলের সবগুলো রুম শতভাগ বুকিং রয়েছে। শুধু ঝুলন্ত সেতু দেখতে আসছে প্রতিদিন সাত হাজারেরও অধিক মানুষ। তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পর্যটন কর্তৃপক্ষকে। তিনি আরও বলেন, মোটেলগুলোতে অগ্রিম বুকিং তো রয়েছে। বিভিন্ন দিবসগুলো সামনে রেখে বুকিংলেগে আছে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বলতে গেলে মাসজুড়ে পুরো মোটেল বুকিং। এতে যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি এ সুবিধা ভোগ করবে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। অন্যদিকে পিকনিকের দল এসেছে অসংখ্য। পর্যটকদের বাস, মাক্রোবাস ও প্রাইভেট কারের বহর ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা পিকনিক যাত্রীবাহী বাসগুলোর ভিড় জমেছে শহর জুড়ে। রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের এসআই মো. কামাল উদ্দীন জানান, রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর