শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আলুর ন্যায্য দাম পাচ্ছে না কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি

বেশি দামে আলু বিক্রি করে লাভবান হওয়ার আশায় আগাম আলু চাষ করে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষীরা। বর্তমান বাজারে প্রতি কেজি সাদা আলু (গ্র্যানুলা, সাগিতা) সাড়ে চার টাকা,  লাল আলু (কার্ডিনাল, এস্টারিক্স) সাড়ে সাত থেকে আট টাকা দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ তুলতে পারছেন না বলে  দাবি আলু  উৎপাদনকারী  চাষিদের। চলতি বছরে ঠাকুরগাঁও জেলায় আলু চাষ হয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফতাব হোসেন বলেন, জেলায় আলু সংরক্ষণের জন্য ১৭টি হিমাগার রয়েছে। তাই কৃষি বিভাগ চাষিদের আলু হিমাগারে সংরক্ষণের জন্য পরামর্শ দিয়ে আসছে। চাষি যদি আলু সংরক্ষণ করেন আশা করি লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। কারণ আলু এমন একটি সবজি যা সারা বছর খাওয়ার উপযোগি থাকে।

সর্বশেষ খবর