শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘কৃষি উৎপাদন বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ তৃতীয় প্রকল্পের আওতায় রাজশাহীর বাগমারায় কৃষক প্রশিক্ষণের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এই নতুন ভবনের উদ্বোধন করা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের এমপি এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।

এমপি এনামুল হক জানান, কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার কৃষকদের নতুন নতুন প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন।

সর্বশেষ খবর