শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজবাড়ীতে হিজড়াদের উত্তরণ ডেইরির যাত্রা

ফরিদপুর প্রতিনিধি

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজড়াদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে কাজ করছে উত্তরণ নামে সংগঠনটি। রাজবাড়ীতে গতকাল যাত্রা শুরু করলো উত্তরণ ডেইরী। জেলার সদর উপজেলার মাধব লক্ষীকুল গ্রামে জেলা পুলিশের উদ্যোগে এ সংগঠনটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স-এর ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান (বার), পিপিএম। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো.  শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, পৌরমেয়র মুহম্মদ আলী চৌধুরী, ঢাকা বিভাগের উপ-কর কমিশনার আয়শা সিদ্দিকা শৈলী, উত্তরণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, উত্তরণ ডেইরির তত্ত্বাবধায়ক চৈতি।

জানা গেছে, রাজবাড়ীতে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে এ সংগঠন। উত্তরণ ডেইরি ফার্মে প্রাথমিকভাবে ৪টি গরু নিয়ে যাত্রা শুরু করবে। এ ডেইরি ফার্ম থেকে ১৭ জন তৃতীয় লিঙ্গের মানুষ প্রাথমিকভাবে সুবিধা পাবে বলে জানান রাজবাড়ির পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

 

সর্বশেষ খবর