রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘পার্বত্যাঞ্চলের সংস্কৃতিকে কাজে লাগিয়ে উন্নয়ন করতে হবে’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের মানুষের কৃষ্টি সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে রয়েছে ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তাদের যেমন নিজস্ব ভাষা রয়েছে, তেমনি রয়েছে নিজেদের সংস্কৃতিও। কালের বিবর্তনে পার্বত্যাঞ্চলের অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই পার্বত্যাঞ্চলমুখী পর্যটকরা এখানে আসতে আগ্রহ হারাচ্ছে। তাই পার্বত্যাঞ্চলে পর্যটন কেন্দ্রগুলোকে এ অঞ্চলের মানুষের জীবনধারার সঙ্গে মিল রেখে উন্নয়ন করতে হবে। শনিবার দুপুরে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভারপাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির প্রমুখ।

সর্বশেষ খবর