সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সাত জেলায় অগ্নিকান্ড

৬১ ব্যবসা প্রতিষ্ঠান বসতঘর পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, গোপালগঞ্জ, বরিশাল, কক্সবাজার, নাটোর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া অগ্নিকান্ডে ৫৪ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- কুমিল্লা : মুরাদনগর উপজেলার নবীয়াবাদ ময়না সুপার মার্কেটে গতকাল সকালে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী ও এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলার দাসেরহাট বাজারে পুড়ে ছাই হয়েছে চারটি দোকান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস বলে জানিয়েছে দমকল বাহিনী। নাটোর : বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান পাড়ায় ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল দুপুরে ওই এলাকার মাতেব আলীর ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। নোয়াখালী : কবিরহাট পৌরসভার পূর্ব ফতেহপুর এলাকায়  অগ্নিকাণ্ড ৭টি বসতঘর পুড়ে গেছে। বরিশাল : গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কক্সবাজারের টেকনাফ ও  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে ২২টি দোকান।

সর্বশেষ খবর