শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পড়ার চাপ মা-বাবার বকুনি থেকে বাঁচতে ঘর ছেড়েছিল

তিন শিশু নিখোঁজ রহস্য উন্মোচন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরে তিন দিনে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। সামজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে শিশু অপহরণসহ নানা আলোচনা। অবশেষে বুধবার ওই তিন শিশু উদ্ধারের পর স্বস্তি ফিরে জনমনে। জানা যায় নিখোঁজরহস্য। শিশুরা জানায়, বিদ্যালয়ে অনেক বই। প্রাইভেটে অতিরিক্ত পড়ার চাপ ও মা-বাবার বকুনি থেকে বাঁচতে তারা ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়ে অজানার উদ্দেশে বের হয়। এ ব্যাপারে এক শিশুর বাবা কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম জানান, সন্তানের ব্যাপারে বাবা-মাকে আরও সচেতন হতে হবে। স্কুল গুলোতেও পড়াশোনার ব্যাপারে মানবিক হতে হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মোক্তারপাড়া থেকে নিখোঁজ হয় শিশু নাফিস তানভীর নফি। এরপর কাটলি এলাকার রিফাত হাসান জয়। নফি ও জয় দুই বন্ধু এবং দুজনই পঞ্চম শ্রেণির ছাত্র। পরবর্তীতে উধাও হয় জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র সামিউল আলম। জয় কাটলি এলাকার রফিকুল ইসলামের, নাফি মোক্তারপাড়ার কামাল হোসেনের ছেলে ও সামিউল সাতপাই পশ্চিমপাড়ার আব্দুল্লাহর ছেলে। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে অভিযানে নামে পুলিশ। নাফিকে ঢাকার এয়ারপোর্ট এবং জয়কে নেত্রকোনা শহরের রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়। সামিউল রয়েছে ঢাকা এয়ারপোর্ট আর্মড পুলিশে হেফাজতে।

সর্বশেষ খবর