শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সড়কে ঝরলো চার প্রাণ

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নারী, নারায়ণগঞ্জে মিলশ্রমিক ও নড়াইলে দুজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জে বাসের চাপায় আহত হয়েছেন অটোরিকসার পাঁচযাত্রী। রাজশাহীর গোদগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। তার নাম সুদানা (৬৯)। ভারতের মুর্শিদাবাদ থেকে তিনি রাজশাহীতে মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। পথে গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনার শিকার হন ওই নারী। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। নড়াইল : নড়াইলের লোহাগড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া চৌরাস্তা এলাকায় আলমগীর মোল্যা (৩০) নামে এক ইজিবাইকযাত্রী নিহত হন। অপর দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার জয়পুর ইউনিয়নের বকজুড়ি এলাকায় । এখানে ট্রাক থেকে ছিটকে পড়ে সুজন মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় দাপায় শুক্রবার সকালে মালবাহী ট্রাকের চাপায় লাল মিয়া (৩৫) নামের রোলিং মিল শ্রমিক নিহত নিহত হয়েছে। নিহত লাল মিয়া জামালপুর সরিষাবাড়ী থানার জয়নগর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ কেওয়াকখালি রি-রোলিং মিলের শ্রমিকদের ঠিকাদার হিসাবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর কোণাপাড়া নামক স্থানে বাসের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর