শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গৃহবধূকে পুড়িয়ে হত্যা

নড়াইলে ৬ টাকার জন্য দোকানি খুন

প্রতিদিন ডেস্ক

ঢাকার সাভারে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নড়াইলে পাওনা ৬ টাকার জন্য খুন হয়েছেন চা দোকানি। এছাড়া তিন জেলায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সাভার : গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক। নিহত গৃহবধূ রিনা বেগম (৪৫) জয়নাবাড়ির সামসুল হকের মেয়ে। রিনার বোন রিপা জানান, পরিবারিক কলহের জেরে তার বোনকে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শহিদুল ইসলাম। পরে স্বামীই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইল : কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে পাওনা ৬ টাকা চাওয়ায় ভাতিজার ইটের আঘাতে চা দোকানি আনিস মোল্যার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় গতকাল সকালে ঢাকা নেওয়ার পথে মাওয়াঘাট এলাকায় তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় হামলার পরই পালিয়ে যান অভিযুক্ত সোহাগ। কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে যুবককে শ্বাসরোধে হত্যার পর মুখোমন্ডল জলসে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ফুলবাড়িয়া কাচিঘাঁটা এলাকা থেকে গতকাল তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাকিল হোসেন। তিনি ফুলবাড়িয়া উত্তরপাড়ার বেলায়েত হোসেনের ছেলে।গোপালগঞ্জ : কোটালীপাড়ার রামশীল এলাকায় পয়সা নদী থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লা : বরুড়া উপজেলার আরিফপুর গ্রামে মাছ চাষের খামারে পাওয়া গেছে এক যুবকের লাশ। তার পরিচয় জানা যায়নি। লাশ কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর