শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নেত্রকোনায় এক বছরে ৩৭১ লিখিত অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতি বছর ঘটা করে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু প্রতিনিয়ত ঘটে চলছে নারী নির্যাতন, ধর্ষণ, খুনসহ নানা ঘটনা। গত এক বছরে জেলার ৩টি সংগঠনে ৩৭১টি অভিযোগ করেছে ভুক্তভোগীরা। বিভিন্ন নারী সংগঠনের জরিপে এসব তথ্য উঠে এসেছে। যার বেশিরভাগই ঘটছে পারিবারিকভাবে। অসচেতনতা, শিক্ষার অভাব, যৌতুক, পরকীয়া, বাল্যবিয়ে এবং পারিবারিক কলহই এসব ঘটনার প্রধান কারণ বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

জেলা মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ২০১৮ ফেব্রুয়ারি থেকে ২০১৯ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ১৯০টি অভিযোগ আসে সংগঠনটিতে। এরমধ্যে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৮৫টির। তদন্ত হয়েছে ৪৬টির। শালিস সভার মাধ্যমে দাম্পত্য বিরোধ নিষ্পত্তি হয়েছে ৪০টি। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির তথ্যে গত বছরে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এরমধ্যে শালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে ৪০টি। লিগ্যাল এইডে মামলা পাঠানো হয়েছে ৪৪টি। পারিবারিকভাবে মীমাংসা ২৫টি। থানায় মামলা ফাইল হয় ২৫টি। এদিকে, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরে গত এক বছরে ৭টি ঘটনার মধ্যে ৬টি মীমাংসা করা হয়েছে। মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম জানান, সমাজে অবমূল্যায়নের ফলেই নারী বৈষম্যের শিকার হচ্ছে। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এসব ঘটনা ঘটেই চলেছে। বেকার সমস্যাও একটি কারণ।

সর্বশেষ খবর