শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রশিদ হত্যার খুনিরা অধরা

নিহতের পরিবারে ক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রকাশ্যে আ. রশিদ হত্যার ঘটনা ঘটলেও খুনিরা এখনো অধরা। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছে না। নিহতের পরিবার সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার ছনকান্দা গ্রামে বাজারে যাওয়ার পথে আ. রশিদকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে ৩ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ। এ ঘটনায় গত ৪ জানুয়ারি নিহতের ছেলে আলমগীর হোসেন আলম বাদি হয়ে থানায় ১৬ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন।

কিন্তু থানা পুলিশ আসামিদের নাম অজ্ঞাত রেখে মামলাটি নথিভুক্ত করেন বলে দাবি করেন মামলার বাদী আলম।  বাদী জানান, এক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও খুনিরা প্রকাশ্যে ঘুরছে। পুলিশ তাদের ধরছে না। ফলে বিচার নিয়ে আমরা শঙ্কিত। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি পুলিশের উপ-পরিদর্শক রূপক সরকার জানান, সম্প্রতি মামলাটি সিআইডিতে এসেছে। দায়িত্ব পেয়ে মামলার তদন্ত কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর