শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাঙ্গিচাষিদের স্বপ্নভঙ্গ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

গত কয়েকদিনের বৃষ্টি ও শিলা বৃষ্টিতে স্বপ্নভঙ্গ হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলারর শতাধিক বাঙ্গিচাষির। বাঙ্গি চাষে যা খরচ হয়েছে তার অর্ধেক টাকাও উঠবে না বলে জানান ক্ষতিগ্রস্তরা।

উপজেলার পূর্ব সদরদী গ্রামের চাষি বারেক শেখ (৭০) বলেন, ৫২ শতাংশ জমিতে তিনি বাঙ্গি চাষ করেছেন। বৃষ্টি ও শিলা বৃষ্টির কারণে বাঙ্গি নষ্ট হয়ে যাওয়ায় তার খরচের অর্ধেক টাকাও উঠবে না। পূর্ব সদরদী গ্রামের বাঙ্গিচাষি কুদ্দুস শেখ, আবদুল হাই, রাজেক শেখ, স্বপন শেখসহ একাধিক চাষি জানান, গত অগ্রহায়ণ মাস থেকে তারা বাঙ্গি চাষ করেন। ফলনও ভাল ছিল। কিন্তু অসময়ে বৃষ্টি ও শিলা বৃষ্টির কারণে গাছ ও বাঙ্গি নষ্ট হয়ে যায়। এখন ক্ষেত উঠিয়ে ফেলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামের চাষি আকাশ ফকির (২৫) বলেন, বিনষ্ট বাঙ্গি বাজারে এনেও কোনো লাভ হচ্ছে না। ক্রেতাদের কোনো আগ্রহ নেই।

সর্বশেষ খবর