সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুর্গম পাহাড়ে সেনা রিজিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ের দুর্গম এলাকার চক্ষু রোগীদের সেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। স্বাধীনতার মাস উপলক্ষে গতকাল খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মিলনায়তনে চক্ষু শিবির উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা হয়। খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। বক্তৃতা করেন- লে. কর্নেল মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহামার উজ্জামান প্রমুখ। ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির পাশাপাশি গরিব-অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেনাবাহিনী সব সময় মানুষের কল্যাণে কাজ করছে’। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৩০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। অপারেশন উপযোগী রোগীদের রিজিয়নের ব্যবস্থাপনায় লায়ন চট্টগ্রাম হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।

সর্বশেষ খবর