বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই অভিযুক্ত পল্লী চিকিৎসক ও ফার্মাসিমালিক পলাতক। মৃতের নাম ছালমা বেগম। তিনি রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।স্বজনরা জানান, ছালমা তার ১১ মাস বয়সী সন্তানকে বুকের দুধ খাওয়াতে গিয়ে স্তনের অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি স্থানীয় খায়েরহাটে ফার্মেসি সাইমা মেডিকেলে পল্লী চিকিৎসক মুহসিন উদ্দিনের কাছে আসেন। চিকিৎসক ‘ট্রাইজেক্ট’ নামে একটি ইনজেকশন তার শরীরে পুশ করেন। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ছালমাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবুল খায়ের রাসেল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত ইনজেকশন পুশ করার কারণে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর