বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বহিষ্কার যবিপ্রবির ৯ শিক্ষার্থী

অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

শিক্ষার্থীদের র‌্যাগিং, যৌন নিপীড়ন ও বিকৃত যৌনাচারে বাধ্য করার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুই শিক্ষার্থীকে আজীবন, একজনকে দুই বছর এবং ছয়জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ও ভুক্তভোগী সবাই পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের স্বাক্ষরিত এক আদেশে গতকাল বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয়। আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অলি উল্লাহ ও মাহমুদুল হাসান। দুই বছরের জন্য বহিষ্কার হয়েছেন রজিবুল হক রজব। এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে আব্দুল কাদের, আল মুজাহিদ আফ্রিদি, শহিদুল ইসলাম, রোকনুজ্জামান রোকন, অনুপ মালাকার ও শামীম বিশ্বাসকে। এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে আবু বক্কর সিদ্দিকী, শতদল পাল ও ইমরান হোসেন নামে তিন ছাত্রকে। যবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রক্টর অফিসে অভিযোগ করায় বিশ^বিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।

সর্বশেষ খবর