বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৬ ফুট মাটি খুঁড়ে দেখা গেল কিছুই নেই

মানুষের কংকাল আছে বলে সন্দেহ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝেতে মানুষের কংকাল পোতা আছে এমন সন্দেহে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত খোঁড়াখুঁড়ি করা হয়। এ সময় যশোরের সিনিয়ার ম্যাজিস্ট্রেট কাওছার হামিদ ও সিআইডি হেড কোয়ার্টারের এএসপি উত্তম কুমারের নেতৃত্বে সিআইডির একটি দল উপস্থিত ছিলেন। ঘরের মেঝে পাঁচ ফুটের একটি গর্ত খোঁড়ার পর দেখা গেল সেখানে কিছুই নেই।

স্থানীয় সূত্র জানায়, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌর কাউন্সিলর তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হয়। সেই থেকে তার সন্ধান মেলেনি। তার কংকাল বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝেতে মাটিচাপা থাকতে পারে এ সন্দেহে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। বেনাপোল বাজার কমিটির আবদুল ওয়াহেদ দুদু জানান, সিআইডির প্রতিনিধি দল তাকে তাদের কার্যলয় খুলে দিতে বলে। প্রতিনিধি দলটি তাকে বলেছে, তারিকুল আলম তুহিনের লাশ ঘরের মেঝে পোতা আছে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেটে কাওছার হামিদ জানান, আদালত থেকে অনুমতি নিয়ে পুরো ঘরটি আবার খোড়া হবে। খোঁড়াখুঁড়ি শেষ হোক পরে সব জানতে পাবেন।

সর্বশেষ খবর