বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

১০ কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। এ সময় জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৫টি দোকান ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন এই অভিযান পরিচালনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের (১ একর ৩৩ শতক) জেলা পরিষদের সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। জেলা পরিষদ সূত্র জানায়, রামগতি পৌর শহরের আলেকজান্ডার বাজারে ১৭ বছর ধরে অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছিল প্রভাবশালীরা।

সর্বশেষ খবর