বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তিন কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ, আটক ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রায় তিন কোটি টাকা মূল্যের ভেজাল ওষুধ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গতকাল এসব ভেজাল ওষুধ জব্দ করা হয়। এ সময় আটক করা হয়েছে চারজনকে। তারা হলেন- নেত্রকোনার দুর্গাপুরের সুজন, দীপক রেসা, শেরপুরের শ্রীবর্দীর রাজিউস ও পাবনা সদরের সুলতান মাহমুদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান এ তথ্য জানান। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরু, হাঁস, মুরগি, মাছ উৎপাদনে কৃত্রিম ভিটামিন ও রাসায়নিক উপাদান ব্যবহার করে গো-খাদ্য এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করে বিপণন করছিল। এসব ওষুধে ইউএসএ, কোরিয়া, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করা হয়। গোপন খবরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। এই কর্মকর্তা আরও জানান, চক্রটি একটি কোম্পানির কাগজপত্র দেখায়। তাতে দেখা গেছে কোম্পানির ঠিকানা ঢাকা, পান্থপথ। কিন্তু মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে তারা গাজীপুরে গরু মোটাতাজা করণের ইনজেকশন বানাচ্ছে।

সর্বশেষ খবর