শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নির্মাণ শিল্পিীদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ‘শৈল্পিক নির্মাণ, রাজিমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালার আয়োজন করে দেশের বসুন্ধরা সিমেন্ট। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে গত মঙ্গলবার এই কর্মশালায় জেলার ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন। পরিবেশক মেসার্স এসআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম ও স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইদুর রহমান। বসুন্ধরা সিমেন্টের গুণ ও মান নিয়ে আলোচনা করেন নর্থ উইংয়ের ইনচার্জ আশিক আহমেদ। সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন আশিক আহমেদ, সোহেল রানা, এসএসএম তৌহিদুর রহমান, টিএসএম সাইফুল ইসলাম, শহীদ হাসান, হাসিনুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর