শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

ফরিদপুরের সদরপুরে উপজেলা নির্বাচন ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৩০ জন। তাদের মধ্যে মারাত্মক আহত অবস্থায় ১০ জনকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২৫টি দেশীয় অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে চরনাসিরপুর ইউনিয়নের দুর্বারচর গ্রামে নৌকার ক্যাম্প ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রার্থীর সমর্থকরা। দফায় দফায় হামলা পাল্টা হামলা হয়। নৌকার প্রার্থী সায়েদীদ গামাল লিপু অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কাজী শফিকুর রহমানের সমর্থকরা নৌকার ক্যাম্প ভাঙচুরের পাশাপাশি আমার সমর্থকদের ওপর হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা কাজী শফিকুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

সর্বশেষ খবর