মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ছেলের খুনিদের বিচার দাবি বৃদ্ধা মায়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজছাত্র মাজহারুল ইসলাম তামিমের খুনিদের বিচার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছেন তার বৃদ্ধা মা, ভাইসহ এলাকাবাসী। উপজেলার নয়নপুরে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় খুনিদের বিচারের আওতায় আনতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তামিমের মা ফরিদা ইয়াসমিন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন- আবদুল করিম, নজরুল ইসলাম, আবুল খায়ের, জসিম, আল-আমিন প্রমুখ।

উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি কসবা সীমান্ত এলাকা থেকে কলেজছাত্র তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ মামলা করেন।

সরাইলে হাঁস চুরি নিয়ে সংঘর্ষ :   জেলার সরাইলে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়ায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে সদর হাসপাতালে এবং পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর