বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিশু-স্কুলছাত্রীসহ নিহত ১১

৭ জেলায় সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

শিশু-স্কুলছাত্রীসহ নিহত ১১

সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে তিন যাত্রীর। এছাড়া নাটোর, রাজশাহী, গাইবান্ধা, গোপালগঞ্জ, গাজীপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিশু-স্কুলছাত্রীসহ আটজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : হানিফ পরিবহনের দুটি বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড়ে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নাটোর : বড়াইগ্রামে ওরসে যাওয়ার পথে পিকআপ উল্টে দুজন নিহত ও আহত হয়েছেন আরও ১৮ জন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জরিপ আলী ও রনি আহম্মেদ (২০)। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলায় সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল ট্রাকচাপায় সুমি আকতার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত ও শাহানাজ নামে আরও এক ছাত্রী আহত হয়েছে। নিহত সুমি ওই উপজেলার রামভদ্র গ্রামের আবদুল গণির মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী ছিল। রাজশাহী : গোদাগাড়ীতে বাসের ধাক্কায় মারা গেছে এক শিশু। নিহত সাদিয়া আক্তার (৮) গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের সুমুন আলীর মেয়ে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দি নামক স্থানে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাহফুজা বেগম ওরফে মারুফা (২৬) নামে এক নারী। এ সময় মারুফার শিশুপুত্র আহত হয়েছে। গাজীপুর : দুই গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় শিশুর (১২) মৃত্যু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গত রাতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরীপাড়ায় গাড়িচাপায় শাহেদুল ইসলাম শাহেদ (৪০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।  মাগুরা : জেলা শহরের পারনান্দুয়ালী টার্মিনাল এলাকায় গতকাল বাসচাপায় নিহত হয়েছেন সালাম ম-ল নামে এক বৃদ্ধ।

সর্বশেষ খবর