বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বহরমপুরে হতাহতের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বহরমপুরে হতাহতের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল

ঠাকুরগাঁও বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল। গতকাল সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বিজিবির গুলিতে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য নেয় দলটি। ঘটনার বিবরণ ও সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। আহতরাও দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানান। এ সময় তদন্ত কমিটির প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব (সীমান্ত) মোহসিন চৌধুরী, উপ-সচিব জাকির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন লে. কর্নেল মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ।

সর্বশেষ খবর