বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
৯ নম্বর স্প্যান বসছে আজ

পদ্মা সেতুতে রোডওয়ে স্ল্যাব বসানো শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে রোডওয়ে স্ল্যাব বসানো শুরু

পদ্মা সেতুতে গাড়ি চলাচলের রোডওয়েতে বসানো হচ্ছে স্ল্যাব -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা সেতুতে গাড়ি চলাচলের জন্য রোডওয়ে স্ল্যাব বসানো হচ্ছে। গত মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৪২ ও ৪১ নম্বর পিলারের মধ্যবর্তী ৭ এফ স্প্যানে বসানো হয়েছে (স্ল্যাব আইডি ৭ এফ-ইউ ৩৩) প্রথম স্ল্যাবটি। রোডওয়ে স্ল্যাবটির  দৈর্ঘ্য প্রায় ২২ মিটার ও প্রস্থ ০২ মিটার। এর মাধ্যমেই পদ্মাসেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। পুরো পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি স্ল্যাব বসানো হবে।  এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু সংশ্লিষ্ট প্রকৌশলী। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত থাকা ৯ নম্বর স্প্যানটি এরই মধ্যে পদ্মা সেতু জাজিরা প্রান্তে চলে গেছে। সব ঠিকঠাক থাকলে আজ সকালেই ৩৪-৩৫ নম্বর পিলারের উপর বসানো হবে ৯ নম্বর স্প্যানটি।

সর্বশেষ খবর