শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঝালকাঠিতে সংঘর্ষে আহত ২০ ঘাটাইলে ১৪৪ ধারা জারি

উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতা

প্রতিদিন ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ঝালকাঠিতে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের আশঙ্কায় টাঙ্গাইলের ঘাটাইলে ১৪৪ ধারা জারি করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় ২০ জন স্বতন্ত্র প্রার্থী (আনারস) সমর্থক আহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় উপজেলার উত্তর পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চু মৃধার পক্ষে স্থানীয় কয়েকশ নেতা-কর্মী উত্তর পিংড়ি বাজারে আনারস মার্কার সমর্থনে প্রচারণা চালাতে গেলে পিংড়ি সোহেলের নেতৃত্বে মনির মেম্বার, রিগান , রানা,  বিপ্লব, সুমনসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা চালায়। ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচনী সভাকে কেন্দ্র করে একই স্থানে দুই প্রার্থীর সমর্থকরা সভা ডাকায় গতকাল ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম লেবুর পক্ষে বিকাল ৩টায় নির্বাচনী সভা ডাকে স্থানীয় শেখ রাসেল স্মৃতি পরিষদ। একই স্থানে পাল্টা নির্বাচনী সভা ডাকেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন।

সর্বশেষ খবর