রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই এলাকাছাড়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে এলাকা ছাড়া করেছে বখাটেরা। এ ঘটনায় করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবিতে) তদন্তাধীন আছে। জানা যায়, নাসিরনগর উপজেলার ফেদিয়াকান্দি গ্রামের এক মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত গ্রামের দ্বীন ইসলাম, মজিদ ভূইয়া, মির্জা আলী ও নুর ইসলাম। ভুক্তভোগী ছাত্রী জানান, গত ৩ ফেব্রুয়ারি সকালে রাস্তায় দ্বীন ইসলাম ও মজিদ ভূইয়া তার ওড়না ধরে টানাটানি করে। ওই দিন দুপুরে আমার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দেয়। মামলার পর ভাইকে হত্যার হুমকি দেয় আসামিরা। এরপর থেকে ভয়ে ভাই বাড়িছাড়া। পিআইবির তদন্তকারী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, গ্রামবাসী এবং বাদী-বিবাদী উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। প্রকৃত ঘটনা জানতে আরও কিছুদিন লাগবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। স্থানীয় চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা করার পর ইভটিজিংয়ের বিষয়টি আমি জানতে পেরেছি। মামলার আগে জানালে সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা যেত।

সর্বশেষ খবর