রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
উত্তরা গণভবন

সংস্কারের নামে ঐতিহ্য নষ্ট করা হবে না

নাটোর প্রতিনিধি

নাটোরে উত্তরা গণভবন সংস্কারের নামে পুরাতন কোনো ঐতিহ্য বা ঐতিহাসিক নিদর্শন নষ্ট করা হবে না। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরা গণভবনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সভায় জানানো হয়, রাজবাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও দীঘির কচুরিপানা অপসারণ করে মন্ত্রী পরিষদ বিভাগ সাধারণ মানুষের জন্য নামমাত্র প্রবেশমূল্যে এটি পরিদর্শনের সুযোগ করে দিয়েছে। রাজবাড়িটি আরও আকর্ষণীয় করে তুলতে প্রায় ৬০ কোটি টাকার একটি দৃষ্টিনন্দন প্রকল্প তৈরি করে ক্যাবিনেট বিভাগে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, উত্তরা গণবভনের ভিতরের পুরাতন ঐতিহ্য নষ্ট হয়, এমন আর নতুন কোনো স্থাপনাই নির্মাণ করা হবে না। এমনকি দীঘির উপরে প্রস্তাবিত ঝুলন্ত সেতুও বাদ দেওয়া হতে পারে। সভায় আরও উপস্থিত ছিলেন, অ্যাড. সাজদুর রহমান, ড. রাজ্জাকুল ইসলাম, জেসমিন আকতার বানু, সিরাজুল ইসলাম।

সর্বশেষ খবর