মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে পিকনিক থেকে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুজন। তাদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘিওর থানার ওসি (তদন্ত) আবুল কালাম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, ট্রলারে নদীতে পিকনিক করতে গিয়েছিল ৫৬ জন। ফেরার পথে ঘিওর এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে ও অন্যদের সহায়তায় ৫৩ জন নদীর তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ থাকে তিনজন।