নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদী থেকে এক সপ্তাহ ধরে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। একটি চক্র উপজেলা ও পুলিশ প্রশাসনের নাম ব্যবহার করে বালু পরিবহনের প্রতি নৌকা থেকে নিচ্ছে চাঁদা। গত সোমবার রাত ১২টার দিকে নদীর ডাইয়ারকান্দা এলাকায় অভিযান চালায় প্রশাসন। আটক করা হয় চার বালু ব্যবসায়ীকে। জব্দ করা হয় বালুভর্তি চারটি নৌকা।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন কমলাকান্দার ইউএনও আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মমিন মিয়া, ছানাউল্লাহ, আব্দুল হাকিম ও লাদেন। তারা বলেন, কয়েকজন আমাদের কাছ থেকে নৌকাপ্রতি ১ হাজার টাকা নেন। এখন আবার জরিমানাও দিয়েছি। চাঁদা টাকা দিয়ে আমাদের লাভ কী।
আটক ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।