কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ সৈকত নামে এক তরুণ নিখোঁজ রয়েছেন। এ সময় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। পরে আশপাশের ট্রলারের লোকজন এসে ডুবে যাওয়া ট্রলারের ১১ জনকে উদ্ধার করে। এদের মধ্যে দুই শিশু ও তিন নারী ছিল।