টাঙ্গাইলে গতকাল সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এতে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। কারফিউ শিথিল থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় এ দিন যানবাহন চলাচল করেছে বেশি। বৃদ্ধি পেয়েছে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যান ও গণপরিবহন। দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে।