ছয় দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বরিশাল-ঢাকা ও ঝালকাঠি-চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চ। গতকাল রাত ৯টায় যাত্রী নিয়ে একটি লঞ্চ বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে। এ ছাড়াও ঝালকাঠি থেকেও একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ঝালকাঠি থেকে একটি লঞ্চ ছেড়ে গেছে। এ লঞ্চটি চাঁদপুরের ঘাটেও ভিড়বে। তবে লঞ্চ ছাড়ার সময় ঢাকায় কারফিউ শিথিল না থাকায় সদরঘাট থেকে কোনো লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান সহকারী পরিচালক রিয়াদ।
এ ছাড়া চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলের তৃতীয় দিনে ২৪টির মধ্যে ১২টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এদিকে নাশকতা প্রতিরোধের আশঙ্কায় নৌ-পুলিশ যাত্রীদের নিরাপত্তায় শরীর ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠতে দিচ্ছেন।