ট্রাকচাপায় দুই বন্ধুসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সোমবার রাতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু সিয়াম কাজী (১৮) ও রুবেল হোসেন (১৭) মারা গেছেন। সিয়াম কাজী স্থানীয় হলিমডেলে পাবলিক স্কুলের শিক্ষার্থী এবং রুবেল স্থানীয় কারখানায় চাকরি করেন।
সিলেট : নগরীতে গতকাল প্রাইভেট কারের ধাক্কায় মারুফ আহমদ সিফাত (৩৫) নামে বাইসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন।
যশোর : বাঘারপাড়ায় সোমবার সন্ধ্যায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৭) নামে মোটরসাইকেলের আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।