ঝিনাইদহ শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে আসে ১৮১ ভরি অবৈধ স্বর্ণালংকার। পুলিশ গতকাল এসব স্বর্ণালংকার জব্দ ও একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের জুয়েলারি শপ গিনি হাউসের কর্মচারী মিঠুন কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীন উদ্দিন।
পথে সরকারি কেসি কলেজ গলি রোডে ছিনতাইকারীরা তার গতিরোধ করে কার্টনটি নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে সদর থানার এসআই জিয়া মিঠুনকে উদ্ধার করেন। পুলিশ দেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ কার্টন খুলে ১৮১ ভরি স্বর্ণালংকার পায়। এর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গিনি হাউসের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।