আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের একসভায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হাসান আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।