পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকায় এক নারীকে সন্দেহজনকভাবে হাঁটতে দেখে আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে উপজেলার ভজনপুর এলাকার বামনপাড়া এলাকা থেকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। ওসি (তদন্ত) আরমান আলী জানান, তাকে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে সে আসলে ভারতীয় কি না। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার বামনপাড়া এলাকা থেকে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে তাকে পরে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রহস্যজনক আচরণ করেন। এরপর তাকে ভজপনুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিজিবির সদস্য ও ইউপি সদস্যরা তার পরিচয় জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম সানজিদা রুমা। বয়স ২৩। বাড়ি মুম্বাইয়ের বান্দ্রায়। তার বাবার নাম সেল্টু। তারা বাবা একজন অভিনেতা। মায়ের নাম শান্তি। তার নানির বাড়ি পঞ্চগড়। কিন্তু পঞ্চগড়ের কোথায় তার নানির বাড়ি তা তিনি বলতে পারেননি। তার নিজের বা পরিবারের মোবাইল নাম্বার জানতে চাওয়া হলে সে জানায়, তার বাবা তাকে মোবাইল চালাতে দেন না। তার বাবারও মোবাইল নেই। তার কথা বার্তায় অসংলগ্নতা দেখা যায়। বিজিবি জানায়, মানসিক ভারসাম্যহীন নয়। কিন্তু তার ঠিকানা সে ভালো করে বলতে পারেনি। তাই থানায় সোপর্দ করা হয়েছে।