ভোলার চরফ্যাশনে দরিদ্র শিক্ষার্থী মাহমুদা বেগমকে ভর্তি ফি দিতে আর্থিক সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল সকালে চরফ্যাশন প্রেস ক্লাব হলরুমে এ অর্থ দেওয়া হয়। ওই শিক্ষার্থীর হাতে অর্থ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলার উপদেষ্টা ও প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক এম আমির হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক ইউছুফ হোসাইন ইমন, সহসভাপতি আবু সিদ্দিক, কামাল হোসেন মিয়াজী, সাংবাদিক কামরুল সিকদার প্রমুখ।
শিক্ষার্থী মাহমুদার মা আমেনা বেগম জানান, ‘যারা আমার মেয়েকে ভর্তি করতে সহযোগিতা করেছেন আমি তাদের জন্য প্রাণভরে দোয়া করি। তারা যেন সব সময় আমাদের মতো অসহায়দের পাশে থাকতে পারেন।’