দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
ময়মনসিংহ : গতকাল কাকনী এলাকায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ ও সোহেল রানা নামে দুইজন মারা গেছেন।
কালিয়াকৈর : কালিয়াকৈরে গতকাল পৃথক দুর্ঘটনায় মারা গেছেন মিয়াজ উদ্দিন ও মফিজ উদ্দিন।
লালমনিরহাট : লালমনিরহাটে গতকাল দুর্ঘটনায় মারা গেছেন আজিজার রহমান। নিহত আজিজার পাটগ্রাম উপজেলার বাসিন্দা। দুপুরে আদিতমারী উপজেলার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।