নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামীণ রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইনছান আকন্দ (৬০) নামের এক বৃদ্ধের।
পুলিশ জানায়, উপজেলার পিজাহাতী গ্রামের একটি রাস্তার কাজ নিয়ে ঠিকাদার ও বিএনপি নেতা সুমন এবং আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়। পুলিশ জানায়, লাশ মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া চলমান। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।