লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জহুরুল ইসলাম। তিনি আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকার মৃত জমসের আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জুন সকালে জহুরুল তার স্ত্রী মুন্নুজান আরা ফেন্সিকে গালাগাল করে। স্ত্রী নিষেধ করলে জহুরুল ক্ষিপ্ত হয়ে নলকূপের লোহার হাতল দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ফেন্সির ভাই একটি হত্যা মামলা করেন।