বগুড়ার ধুনট উপজেলায় গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে ইয়াবা বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের তোজাম্মেল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও আবদুর বাছেদের ছেলে হৃদয় হোসেন (২৪)। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নিমগাছি গ্রামের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, তালিকাভুক্ত মাদক কারবারি আশরাফুল ও হৃদয়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আশরাফুল ও হৃদয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।