আলোচিত এনআইডি জালিয়াতির মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। সিআইডি কুষ্টিয়ার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ মঙ্গলবার কুষ্টিয়া সদর আমলি আদালতে এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়ার সাবেক এমপি খন্দকার রশিদুজ্জামান দুদুর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে। প্রয়াত রশিদুজ্জামান দুদুর সন্তানদের করা এ সংক্রান্ত মামলাও চলমান আছে। মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের এনএস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদের পরিবারের এনআইডি জালিয়াতি করে শত কোটি টাকার সম্পত্তি ৫ বছর আগে দখল করে একটি চক্র। চক্রের সদস্যরা প্রথমে জাল দলিল করে, পরে ওয়াদুদসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের এনআইডি জাল করে। পরে সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি করে নেয়। এ ঘটনায় মামলা করা হলে সিআইডি ওই দলিল জব্দ করে। পরে চক্রের সদস্যরা আবারও নকল দলিল তৈরি করে ওয়াদুদ ও তার পরিবারের সদস্য সেজে শত কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেয়।
ভুক্তভোগী এম এম এ ওয়াদুদ জানান, ‘জাল এনআইডিগুলো নির্বাচন কমিশন বন্ধ করে দেওয়ার পরেও এগুলো দিয়ে জালিয়াতি করে জমির দলিল করছে তারা। ২০১৯ সালে তিনি জালিয়াতির মামলা করেন।’
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুষ্টিয়ার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘পুঙ্খানুপঙ্খ তদন্ত করে সত্যতার ভিত্তিতে চার্জশিট দেওয়া হয়েছে।’
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, ‘চার্জশিটের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কোনো জালিয়াতির সঙ্গেও জড়িত নই।’