টানা তিন দিনের বৃষ্টিতে ভিজে বেনাপোল বন্দরে কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ ক্ষয়ক্ষতি জানান ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে আমদানি করা বিভিন্ন ধরনের কাগজ, টেক্সটাইল ডাইস, কাপড়, সুতাসহ বিভিন্ন কাঁচামাল।
সরজমিনে দেখা গেছে, টানা বর্ষণে শেডে জমা পানি অনেকে জগ, মগ, বালতি দিয়ে পানি নিষ্কাশন করছেন। প্রতিটি শেড পানি থইথই করছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর শেডে রাখা পণ্য। নষ্ট হওয়া মালামালের মধ্যে অধিকাংশ বন্ডের মাধ্যমে আমদানি করা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের ড্রেনগুলো অধিকাংশ সময় ময়লা-আবর্জনা জমে বন্ধ থাকে। টানা বৃষ্টির পানি বের হতে না পারায় প্রবেশ করেছে শেডে। বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান বলেন- বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো দীর্ঘদিন নানা অব্যবস্থাপনার কথা বললেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। এখন শতাধিক আমদানিকারকের সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে জানতে বন্দরের পরিচালককে ফোন দিলে তিনি রিসিভ করেননি।