মাদারীপুরে বাজারে দায়িত্ব পালনকালে ভারী লোহার গেট চাপা পড়ে মারা গেছেন এক নৈশপ্রহরী। নিহতের নাম আবদুল কাদির (৫৫)। তিনি শিবচর উপজেলার বাখরের কান্দি গ্রামের মোসলেমের ছেলে। জানা গেছে, শিবচরের বেইলিব্রিজ বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন আবদুল কাদির, সিরাজ ব্যাপারী ও ঠান্ডু আকন। গতকাল ভোররাত ৪টার দিক বাড়ি ফেরার আগ মুহূর্তে তিনজন আলাদাভাবে প্রতিটি দোকানে তালা সঠিকভাবে লাগানো কি না যাচাই করছিলেন। রাসেল খলিফার মালিকানাধীন খলিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে তালা যাচাই করছিলেন কাদির। তখন হাতের সঙ্গে লেগে দোকানের সামনে রাখা প্রায় ৩০০ কেজি ওজনের লোহার একটি গেট তার ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি।