চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের ১ মাস ৪ দিনের মাথায় মো. সেলিম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরপাথরঘাটার কেন্দু গোষ্টির বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, পারিবারিক বিরোধ থেকে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস চারদিন আগে পার্শ্ববর্তী এলাকার এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন সেলিম। ঠিকঠাক ভাবে চলছিল তাদের সংসার।