শরীয়তপুরের গোসাইরহাটে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। এ নিয়ে ওই দুর্ঘটনায় চারজনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন একজন। নিহতদের পরিবারে বইছে শোকের মাতম।
গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ জানান, শুক্রবার বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। ঘটনার পর উদ্ধার করা হয় মা-মেয়ের লাশ। নিখোঁজ হন তিনজন। ওই দিন রাত ৯টার দিকে জেলেদের জালে আটকা পড়ে শাওন নামে একজনের লাশ। গতকাল দুপুরে বরের বন্ধু হৃদয়ের লাশ ভেসে ওঠে। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবরি দল।